ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর হাইকোর্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি (৪৫, পুরুষ) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাইকোর্টের পূর্ব পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।



শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বাংলানিউজকে জানান, সকালে গণপূর্ত ভবন সংলগ্ন রাস্তায় ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। তাকে কোনো গাড়ি চাপ দিয়েছে বলে মনে হচ্ছে। উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে সকাল সাড়ে ৯ টায় দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে, জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এজেডএফ/জেডএফ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।