ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ভাইবোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
পার্বতীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ভাইবোনের মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ক্যান্টনমেন্টের কাছে মোজাহারের মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন-জেলার চিরিরবন্দর উপজেলার আবদুলপুর এলাকার আবদুল কুদ্দুস শাহের ছেলে সুমন শাহ (২৫) ও মেয়ে সাবরিনা আক্তার (২০)।

পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মতিন জানান, সুমন ও সাবরিনা বিকেলে মোটরসাইকেলে করে রংপুর থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে মোজাহারের মোড়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির সঙ্গে দ্রুতগতির মোটরসাইকেলটি ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।