ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়া: বগুড়া সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের মাটিডালী উত্তরপাড়ার নুরুল ইসলামের ছেলে এবাদুল হক (৩০) ও মাটিডালী মধ্যপাড়ার বাহার মুন্সীর ছেলে বায়েজিদ (৩৫)।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে তারা বগুড়া শহর থেকে মহাস্থানগড় যাচ্ছিলেন। বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল এলাকায় পৌঁছালে রংপুরগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে এবাদুল হক এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বায়েজিদ মারা যান।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন বাংলানিউজকে জানান,  দুর্ঘটনার খবর শুনেছেন তিনি।

নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কারণে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানেন না বলেও মত দেনু পুলিশের এই কর্মকর্তা।
 
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এমবিএইচ/আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।