ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
ফেনীতে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ১ ছবি : প্রতীকী

ফেনী: ফেনীতে দুই হাজার পিস ইয়াবাসহ হাসিবুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মিয়া ব্রিক ফিল্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়।

আটক হাসিবুর গোপালগঞ্জ সদরের মৌলভীপাড়ার হাদিউজ্জামানের ছেলে।

ফেনীর মহীপাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মদ পাঠান বাংলানিউজকে জানান, এ ঘটনায় ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।