ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরগুনায় নির্বাচনী সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
বরগুনায় নির্বাচনী সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

বরগুনা: বরগুনা পৌরসভার গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী সংঘর্ষে আহত নুরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. কামরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নির্বাচনী সংঘর্ষে বুধবার নুরুল ইসলাম আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তার মৃত্যু হয়। তবে বার্ধক্যজনিত সমস্যার কারণে মৃত্যু হয়েছে কিনা তা ময়নাতদন্ত শেষে জানা যাবে।

বুধবার নির্বাচন চলাকালে বরগুনা পৌরসভার ৩নং ওয়ার্ডের গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পুলিশ, আওয়ামী লীগ ও  আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষকালে পড়ে গিয়ে আহত হয়েছিলেন নুরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।