ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
লক্ষ্মীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ছবি : প্রতীকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আলমগীর হোসেন রানা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যা লক্ষ্মীপুর পৌর বাঞ্চানগর এলাকা থেকে তাকে আটক করা হয়।



আলমগীর হোসেন রানা লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের নন্দী গ্রামের বাসিন্দা নুরুল আমিনের ছেলে।

লক্ষ্মীপুর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশি করে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে। এটি হবে বছরের প্রথম মাদক আইনে দায়ের করা মামলা।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।