ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর বিশ্বরোড ক্যান্টনমেন্ট রেললাইন এলাকায় ট্রেনের ধাক্কা অজ্ঞাতপরিচয় (১৮) এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা: রাজধানীর বিশ্বরোড ক্যান্টনমেন্ট রেললাইন এলাকায় ট্রেনের ধাক্কা অজ্ঞাতপরিচয় (১৮) এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদ রানা বাংলানিউজকে বলেন, ক্যান্টনমেন্ট রেললাইন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই যুবকের অবস্থার অবনিত ঘটলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ওই যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তার পরনে ছিল কালো জিন্স প্যান্ট ও ফুল হাতা গেঞ্জি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতল মর্গে রাখা হয়েছে বলে জানান এএসআই রাশেদ রানা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এজেডএস/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।