ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তালতলীতে বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্পের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
তালতলীতে বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্পের উদ্বোধন

বরগুনার তালতলী উপজেলায় পঞ্চম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি স্কাউট ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

বরগুনা: বরগুনার তালতলী উপজেলায় পঞ্চম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি স্কাউট ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
 
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টায় তালতলীর ছাতনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভা কক্ষে পঞ্চম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্পের উদ্বোধন করেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদ।

বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ স্কাউটসের আয়োজনে চার দিনব্যাপী এ কোর্সে উপজেলার ২২টি মাধ্যমিক স্কুল ও মাদরাসার ৫০ জন ছাত্র-ছাত্রী অংশ নেবে।

কোর্স লিডার আবুল মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার কাজী মনিরুজ্জামান রিপন, উপজেলা স্কাউটসের কমিশনার মুহা. হারুনুর রশীদ, উপজেলা স্কাউটসের যুগ্ন সম্পাদক মাস্টার আবু সিদ্দিক, স্কাউটস লিডার আ. মান্নান, তালতলী প্রেসক্লাব সভাপতি মু. আ. মোতালিব, তালতলী পল্লীবিদ্যুৎ অফিসের ইনচার্জ মো. রজব আলী, উপজেলা স্কাউটসের ট্রেজারার আ. মজিদ জোমাদ্দার, সবুজবাগ মুক্ত স্কাউটসের গ্রুপ সম্পাদক খালেদ মোশাররফ সোহেল, উপজেলা কাব লিডার মো. নুরুল হক ও মাসুম বিল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ‍ডিসেম্বর ২০, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।