ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জমি দখল নিয়ে সাভারে দু’পক্ষের সংর্ঘষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
জমি দখল নিয়ে সাভারে দু’পক্ষের সংর্ঘষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভারে জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে  সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সাভার (ঢাকা): সাভারে জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে  সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

বুধবার (২১ ডিসেম্বর) সকালে সাভার পৌর এলাকার টান গেণ্ডা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, টান গেণ্ডা এলাকার বাসিন্দা মনোয়ার হোসেন মিষ্টুর বাড়িসহ জায়গা দখল করতে আসে এক দল সস্ত্রাসী। এসময় বাধা দিতে গেলে এলাকাবাসীর সঙ্গে সন্ত্রসীদের সংঘর্ষের এসময় গুলি বর্ষণ করে এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি করে সন্ত্রাসীরা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।