ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ২ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
ঝিনাইদহে ২ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহ

ঝিনাইদহের ক‍ালীগঞ্জ শহর থেকে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) সদস্যরা।

ঝিনাইদহ: ঝিনাইদহের ক‍ালীগঞ্জ শহর থেকে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) সদস্যরা।

 

বুধবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে কালীগঞ্জ শহরের ভূষণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।

মাদক ব্যবসায়ীরা হলেন- কালীগঞ্জ শহরের শাহাজান আলীর ছেলে সাগর হোসেন (৩৫) ও নজেন্দ্রনাথ দাসের ছেলে টোকন দাস (৩৪)।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ মনির আহম্মেদ বাংলানিজউকে জানান, দীর্ঘদিন ধরে কালীগঞ্জ শহরে মাদক ব্যবসা করে আসছিলেন সাগর ও টোকন। খবর পেয়ে ভূষণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫১৫ পিস ইয়াবা ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটক মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কালীগঞ্জ থানায় সোর্পদ করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।