ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে সীমা রানী দাশ (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে সীমা রানী দাশ (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ৪টার দিকে উপজেলার ঘোনাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সীমা রানী দাশ ওই এলাকার প্রফুল্ল দাশের মেয়ে।

সিংগাইর পৌরসভার মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয় বাংলানিউজকে জানান, সীমার ইচ্ছার বিরুদ্ধে পরিবারের সদস্যরা হরিরামপুর উপজেলায় তার বিয়ে ঠিক করেন। শুক্রবার তার গাঁয়ে হলুদ হওয়ার কথা ছিল। এ নিয়ে পারিবারিক কলহের জের ধরে সীমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) মোমিন মিয়া বাংলানিউজকে জানান, সীমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।