ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পলিথিন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
পলিথিন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহে আমদানি নিষিদ্ধ অবৈধ পলিথিন রাখার দায়ে চিত্ত বাবু নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 

ময়মনসিংহ: ময়মনসিংহে আমদানি নিষিদ্ধ অবৈধ পলিথিন রাখার দায়ে চিত্ত বাবু নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে র‌্যাব সদর দফতরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ জরিমানা করেন।



ময়মনসিংহ র‌্যাব-১৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম আরা দুপুরে বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি জানান, সকালে নগরীর স্বদেশী বাজার এলাকায় আমদানি নিষিদ্ধ অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় ঢাকার লালবাগ থেকে একটি ট্রাকে করে ময়মনসিংহ ও শেরপুরে বাজারজাতকরণের উদ্দেশ্যে আমদানি নিষিদ্ধ অবৈধ পলিথিনের চালান হাতে-নাতে ধরা হয়।

এ সময় প্রায় ১৫ টন পলিথিন জব্দ ও ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান এএসপি শামীম।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ২০ ২০১৬
এমএএএম/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।