ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামগতিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
রামগতিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ রামগতিতে অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগতিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে রামগতি পৌরসভার চর ডাক্তার আশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এ সময় রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন আইন-শৃঙ্খলা, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন বিষয়ে বিভিন্ন দিক-নিদের্শনা মূলক আলোচনা করেন।

প্রশিক্ষণে রামগতি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৬৪ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য (নারী-পুরুষ) অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।