ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাকা-লন্ডন কার্গোতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
ঢাকা-লন্ডন কার্গোতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ এমপি রুশনারা আলী

লন্ডনের সঙ্গে ঢাকার সরাসরি কার্গো ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বৃটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা: লন্ডনের সঙ্গে ঢাকার সরাসরি কার্গো ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বৃটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সৌজন্য সাক্ষাতে এলে যুক্তরাজ্য প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত ও দেশটির সংসদ সদস্য রুশনারা আলীর মাধ্যমে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

প্রধানমন্ত্রীর আহ্বানে রুশনারা আলী বলেন, তিনি যুক্তরাজ্য প্রধানমন্ত্রীর সঙ্গে এই ইস্যুতে আলোচনা করবেন।

গত ৮ মার্চ নিরাপত্তা জনিত কারণে যুক্তরাজ্য ঢাকা থেকে সরাসরি কার্গো ফ্লাইটে নিষেধাজ্ঞা দিয়েছিলো।

সাক্ষাৎকালে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ রেলওয়ের সঙ্গে বৃটিশ একটি কোম্পানির সমঝোতা স্মারক সইয়ে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

ঢাকার সঙ্গে পটুয়াখালীর কুয়াকাটায় পায়রা সমুন্দ্র বন্দরের সঙ্গে ২৪০ কিলোমিটার রেললাইন স্থাপনে গতকাল বাংলাদেশ রেলওয়ে এবং বৃটিশ কোম্পানি ডিআর রেল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। প্রাথমিক বাজেট অনুযায়ী এ প্রকল্পে ৬০ হাজার কোটি টাকা লাগবে। যেটি বৃটিশ কোম্পানি বহন করবে। তবে সম্ভব্যতা যাচাই (feasibility study) এর পর আসল খরচ নিরূপণ করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সম্ভবনাময় খাতে যুক্তরাজ্যের আরও বিনিয়োগ প্রত্যাশা করেন।

বৃটিশ পার্লামেন্টে তিন বাংলাদেশি বংশোদ্ভূত  নারীর সংসদ সদস্য নির্বাচিত হওয়া বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা গর্বিত, আমাদের তিন কন্যা বৃটিশ পার্লামেন্টে রয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, সিলেটের রুশনারা আলী, পাবনার রুপা হক ২০১৫ সালের যুক্তরাজ্য নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব সুরাইয়া বেগম, প্রেস সচিব ইহসানুল করিম, ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক।

** প্রধানমন্ত্রীর সঙ্গে রুশনারা আলীর সাক্ষাৎ

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।