ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে ফায়ার সার্ভিসের অগ্নি মহড়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
দৌলতপুরে ফায়ার সার্ভিসের অগ্নি মহড়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ঘিওর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নি নির্বাপন, ভূমিকম্পন, সচেতনামূলক প্রশিক্ষণ ও অগ্নি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ঘিওর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নি নির্বাপন, ভূমিকম্পন, সচেতনামূলক প্রশিক্ষণ ও অগ্নি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে দৌলতপুর প্রমোদা সুন্দরী  উচ্চ বিদ্যালয়ে মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।

ঘিওর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইন্সপেক্টর সাব্বির আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসিম আকতার, চকমিরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।