ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে গণপিটুনি দিয়ে ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
ফেনীতে গণপিটুনি দিয়ে ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ রুবেল হোসেন

ফেনীতে গণপিটুনি দিয়ে রুবেল হোসেন (২৭) নামে এক ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করেছে জনতা।

ফেনী: ফেনীতে গণপিটুনি দিয়ে রুবেল হোসেন (২৭) নামে এক ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করেছে জনতা।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে শহরের আদালত পাড়া মাছের আড়ৎ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জেলা ছাত্রলীগ নেতা এখলাস উদ্দিন খোন্দকার বাবলু বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে আড়তের শ্রমিকদের কাছ থেকে ছিনতাই ও চাঁদাবাজী করে আসছিলেন রুবেল। বৃহস্পতিবার সকালে সেখানে ছিনতাই করতে গেলে শ্রমিকরা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) শহিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।