ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধুনটে ব্যবসায়ীদের অর্ধবেলা ধর্মঘট পালিত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
ধুনটে ব্যবসায়ীদের অর্ধবেলা ধর্মঘট পালিত ধুনটে আধাবেলা ধর্মঘটে ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ

বগুড়ার ধুনট উপজেলা সদর বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বানে আধাবেলা ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা সদর বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বানে আধাবেলা ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত এ ধর্মঘট কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান পাঁচ ঘণ্টার জন্য বন্ধ রাখেন ব্যবসায়ীরা।

পরে বেলা সাড়ে ১১টার দিকে ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ সভাপতিত্বে বাজারের মুক্তাঙ্গণ মঞ্চে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন- ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ধুনট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লাল মিয়া, ব্যবসায়ী ঐক্য পরিষদের সহ-সভাপতি শুধাংশ সাহা, সদস্য সাহেব আলী, ব্যবসায়ী নেতা আব্দুস ছাত্তার, রাজু আহম্মেদ ও ঠিকাদার মোহাম্মাদ আলী প্রমুখ।

ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ জানান, বগুড়া-৫ আসনের (শেরপুর-ধুনট) জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমানের বিরুদ্ধে জাতীয় একটি দৈনিকে মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে এ ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।