ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে দীর্ঘ যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে দীর্ঘ যানজট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে মহাসড়কের ষোল মাইল নামক এলাকায় মালবাহী দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের কারণে উভয় পাশের যানবাহন আটকে পড়ে এ যানজটের সৃষ্টি হয়।

ধীরে ধীরে এ যানজট চান্দাইকোনা থেকে ঘুরকা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় বিস্তৃত হয়।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিকেল ৩টায় বাংলানিউজকে জানান, দুপুরে মহাসড়কের ষোল মাইল এলাকায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রাক দু’টি দুমড়ে মুচড়ে রাস্তার উপর পড়ে থাকে। এ কারণে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসনের চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।