ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শহীদ দিবস পালনের প্রস্তুতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
শহীদ দিবস পালনের প্রস্তুতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭’ যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ঢাকা: ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭’ যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শহীদ দিবস পালনের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা সেমিনার হলে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়কে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়াসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে দিবসটি পালনের বিষয়ে দিক-নির্দেশনা দেওয়া হয়।

কেন্দ্রীয় শহীদ মিনারের আশেপাশে নিরাপত্তা জোরদার এবং দিবসটি সুষ্ঠুভাবে পালনে বিভিন্ন ব্যবস্থা গ্রহণেরও আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বেশ কয়েকটি মন্ত্রণালয়, অধিদফতর, বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় এসব বিষয়ে মতামত ব্যক্ত করেন বাংলা একাডেমির সচিব আনোয়ার হোসেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এসটি/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।