ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেট জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
সিলেট জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচন স্থগিত

জেলা পরিষদ নির্বাচনে সিলেটের ১ নম্বর ওয়ার্ডের পুরুষ সদস্য পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। 

সিলেট: জেলা পরিষদ নির্বাচনে সিলেটের ১ নম্বর ওয়ার্ডের পুরুষ সদস্য পদে নির্বাচন স্থগিত করা হয়েছে।  

শুক্রবার (২৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ হোসেন খান স্বাক্ষরিত এক পত্রে এ বিষয়টি জানানো হয়েছে।

জেলা সিনিয়র নির্বাচনী কর্মকর্তা আজিজুল ইসলাম এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, নির্বাচন কমিশন ১ নম্বর ওয়ার্ডের পুরুষ সদস্য পদে নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কী কারণে স্থগিত করা হয়েছে তা চিঠিতে উল্লেখ করা হয়নি।

তবে একই ওয়ার্ডের অন্যান্য (চেয়ারম্যান ও মহিলা সদস্য) নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অন্য ওয়ার্ডগুলোর নির্বাচন যথারীতি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
এনএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।