ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আপটায় মঙ্গোলিয়াকে অন্তর্ভুক্ত করতে মন্ত্রিসভার অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
আপটায় মঙ্গোলিয়াকে অন্তর্ভুক্ত করতে মন্ত্রিসভার অনুমোদন মন্ত্রিসভার বৈঠক

নতুন সদস্য দেশ হিসেবে মঙ্গোলিয়াকে অন্তর্ভুক্ত এবং পণ্যের নতুন তালিকাভুক্তি করে এশিয়া-প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্ট (আপটা) সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

ঢাকা: নতুন সদস্য দেশ হিসেবে মঙ্গোলিয়াকে অন্তর্ভুক্ত এবং পণ্যের নতুন তালিকাভুক্তি করে এশিয়া-প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্ট (আপটা) সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, সংশোধনী এনে নতুন প্রস্তাব করা হচ্ছে মঙ্গোলিয়াকে সদস্য অন্তর্ভুক্ত করার। বর্তমানে বাংলাদেশ, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা ও লাওস আপটার সদস্য। সদস্য দেশগুলোর মধ্যে মঙ্গোলিয়া ৩৩৩টি পণ্যে শুল্ক ছাড় দেবে ১০-৩০ শতাংশ।

সাধারণ তালিকায় সকল সদস্যের জন্য পণ্যের সংখ্যা ৫৯৮টি, ১০-৭০ শতাংশ পর্যন্ত শুল্ক ছাড়ের সুযোগ দেওয়া হবে। আর স্পেশাল লিস্ট ফর এলডিসি’র জন্য অতিরিক্ত আরও চারটি পণ্যে শুল্ক ছাড় দেওয়া হবে ২০-৫০ শতাংশ।

বাংলাদেশ থেকে মোট ৬০২টি পণ্যের শুল্ক ছাড়ের সুযোগ দেওয়া হবে সদস্য দেশগুলোতে। চীনের সাধারণ তালিকায় দুই হাজার ১৯১টি পণ্যে ৫-১০০ শতাংশ সুবিধা দেওয়া হবে। আর এলডিসির জন্য ১৮১টি পণ্যে সাড়ে ১২ শতাংশ ছাড় দেওয়া হবে।

ভারত দুই হাজার ৩৩৪টি পণ্যে শুল্ক সুবিধা দেবে ৫-১০০ শতাংশ, আর এলডিসির জন্য ১৪-১০০ শতাংশ। দক্ষিণ কোরিয়া দুই হাজার ৭৯৬টি পণ্যে শুল্ক ছাড় দেবে ১০-৫০ শতাংশ। এলডিসির জন্য ৯৬১টি পণ্যের ২০-১০০ শতাংশ ছাড় দেবে। শ্রীলংকা ৫৮৫টি পণ্যে শুল্ক ছাড় দেবে, এলডিসির জন্য ৭৫টি। লাওস ৯৯টি পণ্যে ২০ থেকে সাড়ে ৩৭ শতাংশ ছাড় দেবে।

১৯৭৫ সালে ব্যাংককে বাণিজ্য চুক্তির পর ২০০৫ সালে আপটা নামকরণ করা হয়। এটা ব্যাংকক অ্যাগ্রিমেন্ট নামে পরিচিত, যদিও ব্যাংকক এর সদস্য নয়।

সব সদস্য দেশ সংশোধনীতে প্রস্তাব দিলে আগামী ১৩ জানুয়ারি থাইল্যান্ডে মন্ত্রী পর্যায়ের সভায় এই চুক্তি অনুমোদন দেওয়া হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।