ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পেবেলস’র প্রথম বর্ষপূর্তি উদযাপিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
পেবেলস’র প্রথম বর্ষপূর্তি উদযাপিত পেবেলস’র প্রথম বর্ষপূর্তি উদযাপিত

দেশের শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড পেবেলস এর সিলেট ফ্রেনচাইসির প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

ঢাকা: দেশের শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড পেবেলস এর সিলেট ফ্রেনচাইসির প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

রোববার নগরীর কুমারপাড়া আউটলেটে কেক কেটে বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন পেবেলস সিলেট ফ্রেনচাইসির মূল উদ্যোক্তা রোটারিয়ান প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন।

  এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাসিন আহমেদ এবং সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর জিল্লুর রহমান উজ্জ্বল।  

আরও ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক সিলেট ক্লাব সমিতির সভাপতি এবং বিএফও’র ট্রেজারার আব্দুর রাকিব, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক সাহেদ আহমেদ, পেবেলস সিলেট এর পার্টনার গোলাম রাব্বানী, পেবেলস এর হেড অব অপারেশন তানভীর শাহরিয়ার, সিলেট আউটলেট ব্যবস্থাপক আখতার হোসেন প্রমুখ ।  

এছাড়া বর্ষপূর্তি উপলক্ষ্যে পেবেলস সিলেট আউটলেটে দিনব্যাপী ২৫ শতাংশ ছাড় দেয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।