ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
কালিহাতীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় বাস-পিকআপ সংঘর্ষে পিকআপ চালক রফিকুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন।

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় বাস-পিকআপ সংঘর্ষে পিকআপ চালক রফিকুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রফিকুলের বাড়ি পাবনা সদর এলাকায়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের একটি বাস সল্লা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক রফিকুল মারা যান।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।