ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে বন্দুকযুদ্ধে ডাকাত সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
রাজবাড়ীতে বন্দুকযুদ্ধে ডাকাত সদস্য নিহত

রাজবাড়ী সদরের চন্দনী ইউনিয়নের কালিবাড়ী এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞতপরিচয় (৫০) এক ডাকাত সদস্য নিহত হয়েছেন।

রাজবাড়ী: রাজবাড়ী সদরের চন্দনী ইউনিয়নের কালিবাড়ী এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞতপরিচয় (৫০) এক ডাকাত সদস্য নিহত হয়েছেন।

বৃহস্প‌তিবার (২৯ ডিসেম্বর) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে এ ঘটনা ঘটে।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মিয়া বাংলানিউজকে জানান, ভোরে কালিবাড়ী এলাকায় সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টা করে ডাকাতরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন ওই ডাকাত সদস্য।

এ অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসময় ঘটনাস্থল থেকে ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও ছয়টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।