ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাপাসিয়ায় নৌকা ডুবে নিহত দুই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
কাপাসিয়ায় নৌকা ডুবে নিহত দুই

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় তারাগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩জন।  

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় তারাগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩জন।

 

শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারাগঞ্জ বাজার এলাকায় শীতলক্ষ্যা নদীর খেয়াঘাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, খেয়াগাটে নৌকা ডুবির ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এ পর্যন্ত কয়জন নিখোঁজ রয়েছেন তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
আরএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।