ঢাকা, সোমবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৪ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টেবিল কিনতে গিয়ে হেনস্থার শিকার নারী ক্রেতা, দোকানির সাজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, মে ৩, ২০২৪
টেবিল কিনতে গিয়ে হেনস্থার শিকার নারী ক্রেতা, দোকানির সাজা

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জে টেবিল কিনতে গিয়ে যৌন হেনস্থার শিকার হন এক নারী ক্রেতা। তার অভিযোগের সত্যতা মিললে অভিযুক্ত দোকানিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ওই দোকানির নাম উজ্জ্বল আহমেদ (৪৮)। তিনি আজমিরীগঞ্জ বাজারে অপর্ণা ট্রেডার্সের স্বত্বাধিকারী ও বাজারের পাশে আজিমনগর লম্বাহাটির মৃত হারুনুর রশিদ ওরফে শুকলালের ছেলে।

শুক্রবার (৩ মে) বিকেলে আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উজ্জ্বলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।  

এ সময় আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত তালুকদারসহ পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন।

জানা যায়, শুক্রবার সকালে এক নারী লঞ্চঘাট রোডে উজ্জ্বলের দোকানে ড্রেসিং টেবিল কিনতে যান। এ সময়  উজ্জ্বল টেবিল দেখানোর সময় কৌশলে ওই নারীর শরীরে হাত দেন এবং পরে তাকে জড়িয়ে ধরেন। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারী ও স্থানীয়দের বক্তব্যে শ্লীলতাহানীর সত্যতা নিশ্চিত হয়। বিকেলে দণ্ডবিধির ১৮৬০ এর ৫০৯ ধারায় উজ্জ্বলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে।

উজ্জ্বলকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা,  মে ০৩, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।