ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেশ কয়েকটি দাবিতে বগুড়ায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
বেশ কয়েকটি দাবিতে বগুড়ায় মানববন্ধন বেশ কয়েকটি দাবিতে বগুড়ায় মানববন্ধন

বগুড়া: বিভিন্ন দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ও পূজা উদযাপন পরিষদ। শনিবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শহরের সাতমাথা এলাকায় যৌথভাবে তারা এ কর্মসূচির আয়োজন করে।

জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. এনসি বাড়ইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে ছয়দফা দাবি উপস্থাপন করা হয়।

এর মধ্যে সংখ্যালঘু সুরক্ষা আইন করা, সাম্প্রদায়িক সহিংসতার অবসান, শাহাবুদ্দিন কমিশন রিপোর্টের সুপারিশ বাস্তাবায়নসহ নানা দাবি রয়েছে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, নিরঞ্জন সিংহ, বিধান সিংহ, রনজিত চৌধুরী, ডা. চন্দ্র শেখর রায়, সুব্রত দত্ত, চন্দন চক্রবর্তী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬

এমবিএইচ/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।