ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাদুল্যাপুরে বাল্যবিয়ের অপরাধে বরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
সাদুল্যাপুরে বাল্যবিয়ের অপরাধে বরের কারাদণ্ড

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে বাল্যবিয়ে করার অপরাধে মিজানুর রহমান বেপারি (২২) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব এ আদেশ দেন।

মিজানুর উপজেলার পুরান লক্ষ্মীপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।

সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার দাস বাংলানিউজকে জানান, শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার কান্তনগর গ্রামের মোজাফ্ফর হোসেনের মেয়ে রিক্তা আক্তারের (১৩) সঙ্গে মিজানুরের বিয়ে হয়। খবর পেয়ে শনিবার সকালে পুরান লক্ষীপুর গ্রামে অভিযান চালিয়ে বরকে আটক করা হয়।

দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এ দণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।