ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ১৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
কুড়িগ্রামে ১৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

কুড়িগ্রাম: কুড়িগ্রাম শহরতলী থেকে ১৫০ পিস ইয়াবা ও ১৩টি পুরিয়া গাজাসহ রফিকুল ইসলাম (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (০২ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম শহরতলীর বৈরাগীর বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক রফিকুল ইসলাম ওরফে রিপন চেয়ারম্যান বৈরাগীর বাজার এলাকার মৃত ফেরদৌস আলীর ছেলে।

পুলিশ স‍ূত্রে জানা যায়, কুড়িগ্রাম পৌর এলাকার বৈরাগীর বাজারে একটি দোকানের পেছনের গলিতে ইয়াবা বিক্রির সময় কুড়িগ্রাম সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে হাতেনাতে আটক করে।

বিশেষ এই অভিযানে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহানের নেতৃত্বে অংশ নেন ওসি তদন্ত মো. রওশন আলী, এসআই আবু তালেব ও এস.আই ছামসুলসহ পুলিশের একটি দল।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক মাদকদ্রব্যের মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ০৪২৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।