ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে উন্নয়ন মেলার প্রস্তুতিমূলক সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
ময়মনসিংহে উন্নয়ন মেলার প্রস্তুতিমূলক সভা  প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেওয়ার ছবি (বাংলানিউজটোয়েন্টিফোর.কম)

ময়মনসিংহ: ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ স্লোগান নিয়ে সারাদেশের মতো ময়মনসিংহেও আগামী ৯ থেকে ১১ জানুয়ারি উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে।

মেলাকে সফল করতে মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন। এদিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান। বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল আলম রিপন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।