ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে ৮ মামলার আসামি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
নাটোরে ৮ মামলার আসামি কারাগারে

নাটোর: নাটোরে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বাড়িতে হামলাসহ ৮ মামলার আসামি জিন্নাস ওরফে জিনাসকে (২৭) ইয়াবাসহ আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ জানুয়‍ারি) সকাল ১১টার দিকে তাকে কারাগ‍ারে পাঠানো হয়।

এর আগে সোমবার (০২ জানুয়ারি) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জিন্নাস ওরফে জিনাস শহরের মল্লিকহাটি মহল্লার মহসিন ওরফে বাবলুর ছেলে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই বাংলানিউজকে জানান, জিনাসের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

জিন্নাস বেশ কিছুদিন ধরে তার বাড়িতেই ইয়াবা ট্যাবলেট কেনা-বেচা করে আসছিলেন এমন খবরের ভিত্তিতে সোমবার রাতে সেখানে অভিযান চালানো হয়। এসময় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় নাটোর সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ডিবি ওসি আরো জানান, এছাড়া তার বিরুদ্ধে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের বাড়িতে হামলা, বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ছিনতাই ও মাদকসহ অন্তত ৮টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।