ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
মাগুরায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার ধর্ষক সাবুর আলী / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা সদর উপজেলার শ্রীফলতলা গ্রামে চতুর্থ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় সাবুর আলীকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

মাগুরা: মাগুরা সদর উপজেলার শ্রীফলতলা গ্রামে চতুর্থ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় সাবুর আলীকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (০৩ জানুয়ারি) বিকেলে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

সাবুর আলী শ্রীফলতলা গ্রামের মজনু মোল্লার ছেলে।

এর আগে সোমবার (০২) রাতে ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার নলডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ০২ অক্টোবর দুপুরে সাবুর আলী প্রতিবেশী চতুর্থ শ্রেণিতে পড়–য়া এক মাদ্রাসা ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। পরে শিশুটির মা সাবুরসহ তিনজনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন।

তিন মাস পর মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ঝিনাইদহ থেকে তাকে গ্রেফতার করে। পরে মঙ্গলবার বিকেলে তাকে আদালতে সোর্পদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাবুর ধর্ষণের কথা স্বীকার করেছে বলেও জানান এসপি।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।