ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

সংবাদ সম্মেলনে আসছেন আইনমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
সংবাদ সম্মেলনে আসছেন আইনমন্ত্রী

ঢাকা: প্রধান বিচারপতির ছুটিতে যাওয়া নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে সংবাদ সম্মেলনে আসছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (১৫ অক্টোবর) সচিবালয়ে বেলা সাড়ে ১১টায় তিনি সাংবাদিকদের ব্রিফ করবেন।

আইন মন্ত্রণালয় থেকে সংবাদকর্মীদের এ বিষয়ে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসিনুল হক ১৫ অক্টোবর বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে তার অফিস কক্ষে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন’।

ছুটিতে থাকা প্রধান বিচারপতি শুক্রবার (১৩ অক্টোবর) রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।