কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় বন্যহাতির পায়ের নিচে পিষ্ট হয়ে চার রোহিঙ্গার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন রোহিঙ্গা।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে উখিয়ার বালুখালী ক্যাম্পের ডি-ব্লকের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফজুরুল হক টুটুল জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার জেরে বাংলাদেশে পালিয়ে এসে বালুখালী পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছেন বহু রোহিঙ্গা।
তারা হাতির আশ্রয়স্থল নষ্ট করে ঘরবাড়ি নির্মাণ করেছেন। দুপুরে একদল হাতি পাহাড়ি এলাকায় আক্রমণ চালায়। আক্রমণে ঘটনাস্থলে তিন শিশুসহ চার রোহিঙ্গার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন দুই রোহিঙ্গা।
আহতদের উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
আইএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।