ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
হবিগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলায় আব্দুল খালেক (৩০) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মাহমুদপুর গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। খালেক ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

হবিগঞ্জ সদর মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী বাংলানিউজকে জানান, সন্ধ্যায় তার নেতৃত্বে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন পুলিশ সদস্যরা

তিনি আরও জানান, ২০১০ সালে দায়ের করা একটি চুরির মামলায় খালেকের বিরুদ্ধে এক বছরের সাজার আদেশ ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।