ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে ‘ব্লু হোয়েল আসক্ত’ কিশোরের আত্মহত্যাচেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
ভৈরবে ‘ব্লু হোয়েল আসক্ত’ কিশোরের আত্মহত্যাচেষ্টা রোমান মিয়া

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় রোমান মিয়া (১৭) নামে এক কিশোর অনলাইনভিত্তিক গেম ‘ব্লু হোয়েল’ খেলে আত্মহননের চেষ্টা করেছে বলে দাবি করেছেন স্বজনরা।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার কালীপুর এলাকায় এ ঘটনা ঘটে। রোমান মিয়া ওই এলাকার খোকন মিয়ার ছেলে।

সে জেড রহমান স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয়রা দাবি করেন, সম্প্রতি ব্লু হোয়েল গেমসে আসক্ত হয়ে পড়ে রোমান। বিকেলে সে ব্লেড দিয়ে নিজের শরীর কেটে আত্মহত্যার চেষ্টা করলে স্বজনরা বুঝতে পারেন।

তখন তাকে আহতাবস্থায় উদ্ধার করে ভৈরব আবেদীন জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রোমানকে ঢাকায় নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।