শনিবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার কালীপুর এলাকায় এ ঘটনা ঘটে। রোমান মিয়া ওই এলাকার খোকন মিয়ার ছেলে।
স্থানীয়রা দাবি করেন, সম্প্রতি ব্লু হোয়েল গেমসে আসক্ত হয়ে পড়ে রোমান। বিকেলে সে ব্লেড দিয়ে নিজের শরীর কেটে আত্মহত্যার চেষ্টা করলে স্বজনরা বুঝতে পারেন।
তখন তাকে আহতাবস্থায় উদ্ধার করে ভৈরব আবেদীন জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রোমানকে ঢাকায় নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এনটি