শনিবার (১৪ অক্টোবর) বিভাগীয় মৎস অফিসের সহকারী পরিচালক আজিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।
আজিজুর রহমান জানান, বরিশাল বিভাগের ছয় জেলায় অভিযান চালিয়ে মা ইলিশ ধরার অপরাধে ৩শ’ ৯৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত ১ অক্টোবর থেকে শনিবার বিকেল পর্যন্ত বিভাগের ৬ জেলায় মৎস অধিদফতরের নেতৃত্বে মোট ১ হাজার ৩১৭টি অভিযান ও ৬২৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যার অনুকুলে ৪১৯টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বেশ কিছু নৌকা ও ট্রলার জব্দ করা হয়েছে বলেও জানান আজিজুর রহমান।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এমএস/ওএইচ/