ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

ইলিশ ধরার দায়ে বরিশালে ২ সপ্তাহে ৪শ’ জেলের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
ইলিশ ধরার দায়ে বরিশালে ২ সপ্তাহে ৪শ’ জেলের কারাদণ্ড

বরিশাল: নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে (১ থেকে ২২ অক্টোবর) মা ইলিশ ধরার অপরাধে বরিশালে দুই সপ্তাহে (১ থেকে ১৪ অক্টোবর) ৩শ’ ৯৫ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন বিভাগীয় মৎস্য অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ অক্টোবর) বিভাগীয় মৎস অফিসের সহকারী পরিচালক আজিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

আজিজুর রহমান জানান, বরিশাল বিভাগের ছয় জেলায় অভিযান চালিয়ে মা ইলিশ ধরার অপরাধে ৩শ’ ৯৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পাশাপাশি ১ অক্টোবর থেকে এ পর্যন্ত ৮ লাখ ২৪ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় ও ৬ হাজার ৪৫৫ কেজি ইলিশ এবং প্রায় ২৭ ল‍াখ মিটার অবৈধ জাল জব্দ করেছেন।

গত ১ অক্টোবর থেকে শ‌নিবার বি‌কেল পর্যন্ত বিভাগের ৬ জেলায় মৎস অধিদফতরের নেতৃত্বে মোট ১ হাজার ৩১৭টি অভিযান ও ৬২৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যার অনুকুলে ৪১৯টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বেশ কিছু নৌকা ও ট্রলার জব্দ করা হয়েছে বলেও জানান আজিজুর রহমান।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।