শনিবার (১৫ অক্টোবর) দুপুরে জেলার দুর্গম লংগদু উপজেলা তিনটিলা বন বিহারে ১৯তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে ধর্মীয় দেশনায় তিনি এ আহ্বান জানান।
কঠিন চীবর উৎসর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন-ফুরোমন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভিগু ভান্তে, তিনটিলা বন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞালংকার ভান্তে, জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, সদস্য মো. জানে আলম, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চন্দ্র সুরত চাকমা প্রমুখ।
পরে ২৪ ঘণ্টার মধ্যে চরকা থেকে সুতা কেটে রং করে চীবর তৈরির মাধ্যমে ভান্তেদের উদ্দেশে দান করা হয়।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
আরবি/