ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

লংগদুতে তিনটিলা বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
লংগদুতে তিনটিলা বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান

রাঙামাটি: হিংসা-বিদ্বেষ ভুলে ধর্মের অনুশাসনে থেকে সব মানুষের শান্তি কামনায় পঞ্চশীল ভাবনা থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন পরিনির্বাণপ্রাপ্ত পরম পূজ্য বনভান্তের শিষ্য রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাথের।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে জেলার দুর্গম লংগদু উপজেলা তিনটিলা বন বিহারে ১৯তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে ধর্মীয় দেশনায় তিনি এ আহ্বান জানান।

কঠিন চীবর উৎসর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন-ফুরোমন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভিগু ভান্তে, তিনটিলা বন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞালংকার ভান্তে, জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, সদস্য মো. জানে আলম, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চন্দ্র সুরত চাকমা প্রমুখ।

পরে ২৪ ঘণ্টার মধ্যে চরকা থেকে সুতা কেটে রং করে চীবর তৈরির মাধ্যমে ভান্তেদের উদ্দেশে দান করা হয়।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।