ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় ৫৭৬ বোতল ফেনসিডিলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
শার্শায় ৫৭৬ বোতল ফেনসিডিলসহ আটক ২ শার্শায় ৫৭৬ বোতল ফেনসিডিলসহ আটক ২। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলা সীমান্তে মাদক পাচারের সময় ৫৭৬ বোতল ফেনসিডিলসহ দুই পাচারকারীকে আটক করেছেন র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে শার্শার কোনেদাহ গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের আব্দুল মজিদ মোড়লের ছেলে মজনু মোড়ল (৩৮) ও একই গ্রামের হাতেম আলীর ছেলে  ইয়াসিন আলী (২৩)।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার কাজী মো. শোয়াইব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা সীমান্তের কন্যাদহ গ্রামে অভিযান চালিয়ে ৫৭৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত দুজনকে ধাওয়া করে আটক করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান কমান্ডার শোয়াইব।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।