দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- আলেক শেখ (৩৬), মঙ্গল (২২), মো শাহজালাল (৩৫), মো. মোতালেব (৩০), শাহ আলম (৩২), লতিফ মাদবর (৪০) ও বাচ্চু ফকির (২৭)।
শনিবার (১৪ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনির হোসেন এ দণ্ড দেন।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসানের নেতৃত্বে উপস্থিত ছিলেন- সহকারী মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার, সম্প্রসারণ কর্মকর্তা রাসেল মোল্লা, মাওয়া কোষ্টগার্ড কমান্ডার লুৎফর রহমান, মৎস্য অফিসের অফিস সহকারী সেলিম ইসলামসহ প্রমুখ।
কামরুল হাসান বাংলানিউজকে জানান, আইন অমান্য করে পদ্মা নদীতে মাছ শিকার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০ কেজি মা ইলিশ, ৫০ হাজার মিটার কারেন্ট জালসহ ৭ জেলেকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ১০দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
জব্দ ইলিশগুলো চারটি এতিম খানায় বিতরণ করা হয়েছে। এছাড়া জব্দ কারেন্ট জাল পদ্মা নদীর পাড়ে স্থানীয়দের সামনে পুড়িয়ে ফেলা হয়। দণ্ডপ্রাপ্ত জেলেদের লৌহজং থানা হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এসআরএস