ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে সড়ক দ‍ুর্ঘটনায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
বরিশালে সড়ক দ‍ুর্ঘটনায় যুবক নিহত

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় সড়ক দ‍ুর্ঘটনায় টিটু হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তির নিহত হয়েছেন।

শনিবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে উজিরপুর-ধামুরা সড়কে চৌমহনী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টিটু উপজেলার ধামসর গ্রামের মালেক হাওলাদলের ছেলে।

তিনি পেশায় একজন ইলেকট্রিক মেকার।  

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বাংলানিউজকে বলেন, শনিবার রাতে টিটু ওই এলাকায় সড়ক দ‍ুর্ঘটনায় গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, নিহতের মাথার আঘাতের জখম দেখে এটিকে হত্যা অভিযোগ করে পুলিশের কাছে এ দুর্ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছেন বলে জানান নিহতের স্বজনরা।

বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।