শনিবার (১৪ অক্টোবর) উপজেলার গাবগাছীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আয়শা সাঘাটা উপজেলার দক্ষিণ দিঘল কান্দিচরের হাফিজ মির্জার মেয়ে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান বাংলানিউজকে জানান, ওই গ্রামের ওসমান গনির ছেলে রফিকুল ইসলামের (৩৫) সঙ্গে ১৫ বছর আগে আয়শার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে আয়শাকে প্রায় তার স্বামী চাপ দিতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এছাড়া এ ঘটনায় নিহতের ভাই থানায় একটি হত্যা মামলার অভিযোগ করেছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এসআরএস/