শনিবার (১৪ অক্টোবর ) রাত ৯টায় উপজেলার খার পাড়া থেকে তাকে আটক করা হয়। আছমান রাজনগর সদরের খাঁরপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শ্যামল কুমার বণিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খার পাড়ায় অভিযান চালিয়ে আছমানকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়।
এরআগে, অভিযানের বিষয়টি টের পেয়ে আটকের এক সহযোগী পালিয়ে যায়।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এসআরএস/