রোববার (১৫ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টায় আশুলিয়ার বাইপাইল ত্রিমোড় এলাকার করিম সুপার মার্কেটের মা হোটেলে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের নামপরিচয় জানান যায়নি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বাংলানিউজকে জানান, রাতে ওই হোটেলের বাবুর্চির সঙ্গে সহযোগী হিসেবে সকালের নাস্তা তৈরির কাজে ব্যস্ত ছিলেন ওই নারী। পরে রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার লিক হয়ে মূহুর্তেই আগুন ধরে যায়। এসময় বাবুর্চি বের হলেও ওই নারী সহযোগী বৈদ্যুৎতিক তারে জড়িয়ে বের হতে পারেনি। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া তার নামপরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই আব্দুল আজিজ।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এসআরএস