শনিবার (১৪ অক্টোবর) দিনগত রাত ৮টায় তাকে আটক করা হয়।
হাজেরা ভারতের বেঙ্গালুরুতে গার্মেন্টস কর্মীর আড়ালে নারীদের দিয়ে দেহ ব্যবসা করাতেন বলে জানা গেছে।
জানা গেছে, হাজেরা চাকরির লোভ দেখিয়ে ৮ মাস আগে এক কিশোরীকে ভারতে নিয়ে যান। পরে সেখানে তাকে দিয়ে দেহ ব্যবসা করান। পরে ওই কিশোরীর দুই খালাতো বোনকেও ভারতে নিয়ে যান। পরে তাদের পরিবারের সদস্যরা হাজেরার উপর চাপ দিলে তিনজনকে ফেরত পাঠাতে বাধ্য হয়।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. শামছুদ্দিন ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাজেরা দেশে ফিরে আসলে ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
আরআর