ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

দীঘিনালায় নারী পাচারকারী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
দীঘিনালায় নারী পাচারকারী আটক

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা থেকে হাজেরা বেগম (৩৫) নামে এক নারী পাচারকারীকে আটক করেছে পুলিশ। তিনি দীঘিনালার দক্ষিণ মিলনপুর এলাকার ওমর আলীর স্ত্রী।

শনিবার (১৪ অক্টোবর) দিনগত রাত ৮টায় তাকে আটক করা হয়।  
 
হাজেরা ভারতের বেঙ্গালুরুতে গার্মেন্টস কর্মীর আড়ালে নারীদের দিয়ে দেহ ব্যবসা করাতেন বলে জানা গেছে।


 
জানা গেছে, হাজেরা চাকরির লোভ দেখিয়ে ৮ মাস আগে এক কিশোরীকে ভারতে নিয়ে যান। পরে সেখানে তাকে দিয়ে দেহ ব্যবসা করান। পরে ওই কিশোরীর দুই খালাতো বোনকেও ভারতে নিয়ে যান। পরে তাদের পরিবারের সদস্যরা হাজেরার উপর চাপ দিলে তিনজনকে ফেরত পাঠাতে বাধ্য হয়।
 
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. শামছুদ্দিন ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাজেরা দেশে ফিরে আসলে ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
 
বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।