ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা জড়ো করছে বিএসএফ, অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
রোহিঙ্গা জড়ো করছে বিএসএফ, অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি সীমান্তের ওপাশে বিএসএফ এর জড়ো করা রোহিঙ্গারা। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর):  বাংলাদেশে ঢুকিয়ে দিতে বেনাপোলের পুটখালী সীমান্তের ওপারে রোহিঙ্গাদের জড়ো করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জওয়ানদের সতর্ক অবস্থানের কারণে গত দু’দিন ধরে জড়ো করা রোহিঙ্গাদের সীমান্তের এ পারে পাঠিয়ে দিতে সক্ষম হয়নি তারা।

সর্বশেষ রোববার (১৫ অক্টোবর) সকালে পুটখালী সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের জমায়েত দেখা গেছে।

স্থানীয়দের আশঙ্কা, বিএসএফ যেভাবে জোর করে রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিতে চাইছে, তাতে যে কোনো সময় সীমান্তে বড় ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে।

বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফ ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা প্রয়োজন বলে মনে করেন তারা।

উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মনজু বাংলানিউজকে বলেন, প্রতিবেশী বন্ধু রাষ্ট্র এভাবে রোহিঙ্গাদের আমাদের দেশে পাঠাতে থাকলে সেটা অমানবিক কাজ হবে।  

২১ ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার আবুল হোসেন রোববার (১৫ অক্টোবর) সকাল ৯টায়  বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত রোহিঙ্গারা নদীর পাড়ে অবস্থান করছে। প্রতি মুহূর্তের ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। বিজিবি সতর্ক অবস্থানে আছে।

কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭/ আপডেট: ১২১৫ ঘণ্টা
বিএস/জেডএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।