সর্বশেষ রোববার (১৫ অক্টোবর) সকালে পুটখালী সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের জমায়েত দেখা গেছে।
স্থানীয়দের আশঙ্কা, বিএসএফ যেভাবে জোর করে রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিতে চাইছে, তাতে যে কোনো সময় সীমান্তে বড় ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে।
বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফ ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা প্রয়োজন বলে মনে করেন তারা।
উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মনজু বাংলানিউজকে বলেন, প্রতিবেশী বন্ধু রাষ্ট্র এভাবে রোহিঙ্গাদের আমাদের দেশে পাঠাতে থাকলে সেটা অমানবিক কাজ হবে।
২১ ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার আবুল হোসেন রোববার (১৫ অক্টোবর) সকাল ৯টায় বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত রোহিঙ্গারা নদীর পাড়ে অবস্থান করছে। প্রতি মুহূর্তের ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। বিজিবি সতর্ক অবস্থানে আছে।
কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭/ আপডেট: ১২১৫ ঘণ্টা
বিএস/জেডএম