শনিবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত সিরাজুল ইসলামের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরাজুল ইসলাম উপজেলার পুমদী ইউনিয়নের নান্দানিয়া গ্রামের বাসিন্দা এবং হোসেনপুর ১নং সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে উপজেলার নারায়ণডহর বাজার থেকে বের হয়ে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলেন সিরাজুল ইসলাম। এসময় ইঞ্জিন চালিত একটি টমটম চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। শনিবার (১৪ অক্টোবর) রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
বিএস