রোববার (১৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী এ রিট দায়ের করেন। তাদের মধ্যে রয়েছেন মোবাইলে ব্লু হোয়েলের মরণনেশার ফাঁদে পড়ে আত্মহত্যাকারী রাজধানীর হলিক্রস স্কুলের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী অপূর্বা বর্ধন স্বর্ণার (১৩) বাবা অ্যাডভোকেট সুব্রত বর্ধন এবং ব্যারিস্টার মোহাম্মদ কাওসার ও ব্যারিস্টার নূর আলম সিদ্দিক।
রিট আবেদনের পক্ষের আইনজীবী হুমায়ূন কবির পল্লব বলেন, ব্লু হোয়েল গেমসহ মোবাইল অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। বাংলাদেশে ব্লু হোয়েলের সকল লিঙ্ক ব্লক করে দেওয়ারও আরজি জানানো হয়েছে।
রিট আবেদনে বিবাদী করা হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যানকে।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
ইএস/এএসআর