রোববার (১৫ অক্টোবর) সকালে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ির বানিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
সাহেদা কাঁচাবাড়ি বানিয়াপাড়ার আব্দুল হাইয়ের স্ত্রী।
জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে মমিনুল ইসলামের সঙ্গে একই গ্রামের ইউনুস আলীর দ্বন্দ্ব চলছিল। সকালে মমিনুল ওই জমিতে বেড়া দিতে গেলে ইউনুসের লোকজন মোমিনুলের লোকজনের উপর হামলা করে। এসময় সহিদা গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তবরত চিকিৎসক ডা. আব্দুল হাই রুবেল মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।
বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৭
আরআর