শোভাযাত্রাটি শহরের শহীদ খোকন পার্ক থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বগুড়া অন্ধ সংস্থার সভাপতি মোরশেদ আলীর রাইফেলস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক সহিদুল ইসলাম খাঁন।
বগুড়া জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, বগুড়া অন্ধ সংস্থা ও স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় দিবসটি পালন করা হয়।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এমবিএইচ/আরআইএস/